Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশি কৃষককে তুলে নেয়ার প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনে বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

বাংলাদেশি কৃষককে তুলে নেয়ার প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনে বাংলাদেশিরা

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নাগরিককে আটক করে। এ ঘটনায় সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ ক্ষুব্ধ হয়ে শূন্যরেখা থেকে নারায়ন চন্দ্র রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।

এর আগে, মো. আলামিন নামে এক বাংলাদেশি কৃষককে বিএসএফ তুলে নেয়। তিনি ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে ১০০ গজ ভেতরে বাংলাদেশি যুবক আল আমিনকে আটক করে বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা শূন্যরেখায় অবস্থান করা ভারতীয় কৃষক নারায়ন চন্দ্র রায়কে ধরে আনে। পরে তাকে ৪২ বিজিবি’র এনায়েতপুর বিওপিতে সোপর্দ করা হয়। আটক নারায়ন চন্দ্র রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামে। বিকেল ৪টার দিকে ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষই তাদের নাগরিকদের হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফ এর পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার নেতৃত্ব দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন