Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, মাইজদীতে ৪ দোকানে চুরি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম

নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, মাইজদীতে ৪ দোকানে চুরি

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে, জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকার একটি ভবনের তালা ভেঙে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনা শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে পৃথক স্থানে ঘটে।

উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিকের শ্যালক মহিন উদ্দিন জানান, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত প্রথমে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। ডাকাত দল ঘরের আলমারিতে থাকা নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার এবং ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

জানা যায়, বাড়ির মালিক ছিদ্দিক কোম্পানি চট্টগ্রামে ব্যবসা করেন। এ বাড়িতে তার মেজো বোন কহিনুর বেগম পরিবার নিয়ে ২০ বছর ধরে বসবাস করছেন। তার ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে নগদ ৩ লাখ টাকা জোগাড় করে রেখেছিলেন। পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল ৮ জন।

অন্যদিকে, শুক্রবার রাতে মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা নগদ ৮২ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।

পৃথক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এবং সেনবাগ থানার ওসি মিজানুর রহমান। তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন