ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

ছবি : সংগৃহীত
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজশাহীসহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। লোকাল, আন্তঃনগর এবং মেইলসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী।
ভোর থেকেই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তবে ট্রেন না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা একপর্যায়ে স্টেশনে ভাঙচুর চালান। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় অফিসগামী এবং সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। যাত্রীরা অভিযোগ করেন, রেল কর্তৃপক্ষ কর্মসূচির বিষয়টি আগে থেকে জানলেও টিকিট বিক্রি অব্যাহত রেখেছে। কোনো পূর্বনির্দেশনা ছাড়া ট্রেন চলাচল বন্ধ করায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
একজন ক্ষুব্ধ যাত্রী বলেন, "রেল কর্তৃপক্ষ জানতো কর্মসূচির কথা, তবে কেন টিকিট বিক্রি করা হলো? আমাদের এভাবে জিম্মি করে দাবি আদায় কতটা যুক্তিসঙ্গত?"
অপরদিকে, রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা সকাল থেকেই সক্রিয় রয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন, তারা সমমূল্যের টাকা ফেরত পাবেন। টিকিট বাতিলের ক্ষেত্রে কোনো অর্থ কাটা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে রেল চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।