বাণিজ্য মেলায় সাংবাদিকের ওপর হামলা
রূপগঞ্জ থানায় অভিযোগের পরও আটকদের ছেড়ে দেওয়ায় ক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে বাণিজ্য মেলায় সাংবাদিক জয়নাল আবেদীন জয়ের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও হামলার শিকার জয় নিজেই বাদী হয়ে ইগলু আইসক্রিম কোম্পানির স্টাফসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং ২০-২৬ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।
যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় জানান, গত ৩১ জানুয়ারি (শুক্রবার) সকালে মেলায় প্রবেশের সময় ইগলু আইসক্রিম স্টলের কয়েকজন কর্মচারী টিকিট না কেটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এতে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ সময় ভিডিও জার্নালিস্ট আহমেদ জুলহাস ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে গেলে ইগলুর কর্মচারীরা তার মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।
ঘটনাটি জানতে গেলে জয়কেও হামলার শিকার হতে হয়। অভিযোগ অনুযায়ী, ইগলুর প্রায় ১৫-২০ জন কর্মচারী তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং তার মাথায় গুরুতর আঘাত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। জয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে পুলিশ এসে জয়নাল আবেদীন জয়কে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় পুলিশ ইগলুর স্টোর সহকারী সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার মবিন হাসান (২৬), ট্রেড সেলস ম্যানেজার বায়েজীদ হাসান (৩১) এবং নিউ মার্কেটের কর্মচারী জনিকে আটক করলেও পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে অভিযোগ পাওয়া গেছে, আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।
এই ঘটনায় রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।