Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ এএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

ছবি : সংগৃহীত

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব সম্পন্ন হয়। এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথম পর্বের তিন দিনের ইজতেমা শেষে মুসল্লিরা এরই মধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারীরা ময়দানে আসতে শুরু করেছেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এই ধাপে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবান জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা উপস্থিত থাকবেন।

প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কারের কাজ শুরু করেন এবং রবিবার মাগরিবের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, ইতোমধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি মুসল্লি ইজতেমায় অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের ইজতেমা ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এরপর তারা নিজ দেশে ফিরে যাবেন। বিদেশি মুসল্লিদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন