Logo
Logo
×

সারাদেশ

তুরাগ পাড়ে সম্পন্ন হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

তুরাগ পাড়ে সম্পন্ন হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এই মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের।

জানা গেছে, নির্ধারিত জেলা সহ রাজধানী ও আশেপাশের এলাকার মুসল্লিরা দোয়ায় শরিক হন। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মুসল্লিরা আত্মশুদ্ধির জন্য আল্লাহর দরবারে বারবার ক্ষমা প্রার্থনা করেন এবং পারিবারিক ও ব্যক্তিগত জীবনে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণও কামনা করা হয়।

এর আগে, ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে মুসল্লিরা রওনা দেন। চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রেন ও মেট্রোরেলের ব্যবস্থা রাখা হয়।

আখেরি মোনাজাতের পর, তাবলিগের সাথীরা ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান। সেই সময়ে, তাবলিগের শীর্ষ মুরব্বিরা মুসল্লিদের কীভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে সেই নসিহত দেন। খিত্তায় খিত্তায় ঈমান-আকিদার তালিম আর ইবাদতে মশগুল থাকেন সবাই।

শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিদের দ্বিতীয় পর্বের ইজতেমায় তিন হাজারের বেশি বিদেশি অতিথি যোগ দিয়েছেন। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট।

আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিদের আয়োজন অনুষ্ঠিত হবে। চলতি বছরই প্রথমবারের মতো তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন