Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত নেতা গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত নেতা গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাত ২টার দিকে পাংশা উপজেলার কাচারীপাড়া এলাকায়  অভিযান পরিচালনা করে। এ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার ফারুক হোসেন গ্রেপ্তার হন। তিনি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। অভিযান চলাকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ,ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা,৩টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৪টি পটকা, ১টি হকি স্টিক এবং ১টি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন এবং উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।


এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর ভুয়সী প্রশংসা করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এমন উদ্যোগ সাধারণ জনগণের মনে আশার সঞ্চার করেছে বলে জানা যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন