
প্রিন্ট: ১৪ মার্চ ২০২৫, ১২:৫৫ পিএম

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম

ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের মালিকানাধীন ‘হাওর রিসোর্ট’ বিক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাবেক রাষ্ট্রপতির বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা হাতে মিঠামইন বাজার থেকে রিসোর্টের দিকে অগ্রসর হন। পরে গেট ভেঙে রিসোর্টে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানোর পর তাতে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রিসোর্টে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।