ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ওসিকে বরখাস্তের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। এর আগে গতকাল রাতে হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা।
নাজমুল করিম খান বলেন, শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি দায়িত্বে ব্যর্থতা স্বীকার করছি। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যারা দায়িত্ব পালনে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ওসি দুই ঘণ্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে বলছি, তাকে বরখাস্ত করব। যারা এই ফ্যাসিবাদের সাথে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না।