Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের অংশগ্রহণে ‘জেল প্রিমিয়ার লীগ’ উদ্বোধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের অংশগ্রহণে ‘জেল প্রিমিয়ার লীগ’ উদ্বোধন

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের লক্ষ্যে শুরু হয়েছে “নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ”। মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় কারাবন্দিদের অংশগ্রহণে এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ১,২৪৪ জন বন্দীর মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। চার দেয়ালের অন্তরালে থাকা ১,১৯৭ জন পুরুষ ও ৪৭ জন নারী বন্দী এই আয়োজনে নতুন এক অনুভূতির সাক্ষী হন। জেলা কারাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দিদের মধ্যে ২৫২ জন সাজাপ্রাপ্ত ও ৯৯২ জন বিচারাধীন বন্দী রয়েছেন।

জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, জেলা প্রশাসকের নির্ধারিত জেল পরিদর্শনের দিনে বিশেষ আগ্রহ থেকেই তিনি এই টুর্নামেন্টের আয়োজনের অনুমোদন দেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মামুনুর রশিদ ও কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দিদের জন্য নতুন দিগন্ত

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে কারাবন্দিদের জন্য এমন আয়োজনের উদ্যোগ নেওয়ায় কারাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন,

"কারাগার এখন আর শুধুমাত্র বন্দিশালা নয়, এটি সংশোধনাগার। আমরা চাই, বন্দিরা ভালো পথে ফিরে আসুক এবং সুস্থ জীবনের পথে এগিয়ে যাক।"

তিনি বন্দিদের মনে করিয়ে দেন, "অনেকেই রাগের বশে, আবেগপ্রবণ হয়ে বা না বুঝে অপরাধে জড়িয়ে পড়েছেন। কিন্তু এর প্রভাব শুধু তাদের ওপর নয়, বরং তাদের পরিবার ও সন্তানদের জীবনেও গভীরভাবে পড়ে।"

জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই আয়োজনের মাধ্যমে আমরা বন্দিদের দেখাতে চাই যে জীবনটা অনেক সুন্দর। জেল থেকে মুক্তির পর যেন তারা সুন্দর জীবনের দিকে ফিরে যেতে পারেন।"

এই টি-১০ ফরম্যাটের টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করছে— ভাইকিংস, সাইক্লোন, অলস্টার, থান্ডার বোল্টস ও ভিক্টোরিয়ান্স।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

জেলা প্রশাসক বন্দিদের মাদকসহ অন্যান্য অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কারাগারে প্রদত্ত কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের মূলধারায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।

শেষে তিনি এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে উৎসাহিত করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন