Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট

তৃতীয় দিনে আটক ১১৭ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

তৃতীয় দিনে আটক ১১৭ জন

ছবি : সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারাদেশে ১১৭ জনকে আটক ও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গাজীপুরে সবচেয়ে বেশি ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।  

গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, বাসন থানা, সদর থানা ও পুবাইল থানায় এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। এছাড়া, জেলার পাঁচ থানায় আরও ১২ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে তিন দিনে গাজীপুরে মোট ২৬৩ জনকে গ্রেফতার করা হলো।  

রংপুরেও অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রংপুর মহানগরীসহ বিভাগের আট জেলা থেকে বিভিন্ন ব্যক্তি আটক হয়েছে। কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও লালমনিরহাটে অভিযান চালিয়ে এসব গ্রেফতার করা হয়। তিন দিনে রংপুর মহানগরসহ রংপুর রেঞ্জে মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  

পাবনায়ও পুলিশের অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার সকাল ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত অভিযানের মাধ্যমে এই ১১৭ জনকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন