Logo
Logo
×

সারাদেশ

পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার বিমানবন্দরে দুই বোন আটক, ঢাকায় স্বামী আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার বিমানবন্দরে দুই বোন আটক, ঢাকায় স্বামী আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা বহনের সময় দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় আটক করা হয়েছে এক বোনের স্বামীকে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আকতার হোসেন (৩২), তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী এই তিনজনকে শনাক্ত করা হয়। আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন, তবে কৌশলগত কারণে তখনই তাকে আটক করা হয়নি।

পরে দুই বোনকে আটক করে স্থানীয় একটি প্যাথলজি সেন্টারে নিয়ে এক্স-রে করা হয়, যেখানে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কাজ শুরু হয় এবং দুপুর ২টা পর্যন্ত এক হাজার ৭০০টির বেশি ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক একটি দল অভিযান চালিয়ে ঢাকায় আকতার হোসেনকেও আটক করেছে।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন