Logo
Logo
×

সারাদেশ

শৈলকূপায় চরমপন্থিদের গোলাগুলিতে শীর্ষ নেতা হানিফসহ তিনজন নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম

শৈলকূপায় চরমপন্থিদের গোলাগুলিতে শীর্ষ নেতা হানিফসহ তিনজন নিহত

ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ ক্যাডার হানিফসহ (৫০) তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় এই গোলাগুলি হয়।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সেচ খালের পাশে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত হানিফ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহদনগর গ্রামের বাসিন্দা এবং একাধিক হত্যা মামলার আসামি ছিলেন।

এ ঘটনায় জাসদ গণবাহিনী হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তারা হানিফকে ডাকাত ও দখলদার উল্লেখ করে তার সহযোগীদের সতর্কবার্তাও দিয়েছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, ঘটনাস্থলটি শৈলকূপা ও কুষ্টিয়া সদর উপজেলার সীমান্তবর্তী নির্জন এলাকা, যেখানে এর আগেও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বলেন, "গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে।"

জাসদ গণবাহিনীর বার্তা সম্পর্কে তিনি জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন