Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে দুই জন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে দুই জন নিহত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের উপ-শাখায় এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মেঘা কমপ্লেক্সের ব্যাংক শাখায় এসির কম্প্রেসার মেরামত করছিলেন টেকনিশিয়ানরা। হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে তুহিন ও রাফি নামের দুই টেকনিশিয়ান দগ্ধ হন। পরে তাদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতরা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং এসি মেরামতের জন্য ওই ব্যাংকে গিয়েছিলেন। এ ঘটনায় এসি বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন