Logo
Logo
×

সারাদেশ

প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের আশার আলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম

প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের আশার আলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দিন দিন জেলার প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আস্থার প্রতীক হয়ে উঠছেন। সরকারি কাজে ব্যস্ত থাকলেও, প্রতিবন্ধীদের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাকে ব্যতিক্রমী করে তুলেছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি নির্দেশ দেন, প্রতিবন্ধীদের কোনো ফাইল একদিনও আটকে রাখা যাবে না, এবং অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রূপগঞ্জের অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। যথাযথ ভালোবাসা ও সহায়তা পেলে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেন তিনি।  

এরপর তিনি নুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন, যেখানে তিনি পিঠা উৎসবের উদ্বোধন, পতাকা উত্তোলন, কুজকাওয়াজ পরিদর্শন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কক্ষ উদ্বোধন করেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু পাঠদান নয়, নৈতিক শিক্ষা ও মনুষ্যত্ববোধ গড়ে তোলাও জরুরি।

সবশেষে, চনপাড়ার নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজে পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের জন্য নতুন ব্যাগ ও জুতোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। সেখানে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো সমাজের বাতিঘর, যা আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।  

চনপাড়ার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতদিন এই এলাকায় কোনো জেলা প্রশাসক আসেননি, কিন্তু জাহিদুল ইসলাম দুই সপ্তাহের ব্যবধানে দু’বার এলেন এবং শিক্ষার্থীদের জন্য বাস্তব সহায়তা নিয়ে এলেন।  

প্রতিবন্ধীদের জন্য তার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ইলেকট্রিক চেয়ার, ওয়াকিং স্ট্যান্ড, শিক্ষাসামগ্রীসহ বিভিন্ন সহায়তা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।  

প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সত্যিকারের মানবিক ডিসি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন