
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৪ এএম
ফরিদপুরে পদ্মার ভাঙন তীব্র, হুমকির মুখে সাত গ্রাম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম

ছবি : সংগৃহীত
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হতে থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চালিয়ে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে অন্তত সাতটি গ্রাম।
সবুল্যা শিকদার ডাঙ্গী, জাকেরের শুরাসহ বেশ কয়েকটি এলাকা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চরভদ্রাসনের জাকেরেরশুরা বাজারে প্রস্তাবিত নদী তীর সংরক্ষণ প্রকল্প নিয়ে গণশুনানি আয়োজন করে। এতে স্থানীয়রা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
প্রকল্পটি অনুমোদিত হলে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে সোয়া ৩ কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ করা হবে, যা ২০২৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, “প্রকল্প বাস্তবায়নের আগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা জরুরি।”
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, প্রকল্পের অনুমোদন দ্রুততম সময়ের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সরকার দ্রুত পদক্ষেপ না নিলে নদীভাঙনের হাত থেকে হাজারো মানুষের বাস্তুভিটা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।