Logo
Logo
×

সারাদেশ

জাটকা রক্ষায় পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

জাটকা রক্ষায় পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চলে জাটকা রক্ষায় দুই মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, জাটকা সংরক্ষণে নৌপুলিশের অভিযান শুরু হয়েছে। এ সময় নৌপুলিশের ১২টি থানা ও ফাঁড়ির দেড় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে, পাশাপাশি ২৬টি টহল টিম পালাক্রমে নদীতে অভিযান চালাবে।

নৌপুলিশ জানায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরাসহ জাল ফেলা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে জেলেদের এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ড দেওয়া হতে পারে।

শনিবার (১ মার্চ) ভোর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের যৌথ টহল অভিযান শুরু হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নৌপুলিশের সদস্যরা জেলে পাড়ায় স্পিডবোট নিয়ে মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন