অতিথি পাখিশূন্য বিয়ানীবাজার, হারিয়ে যাচ্ছে প্রকৃতির কোলাহল

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

ছবি : সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে অতিথি পাখির আনাগোনা প্রায় নেই বললেই চলে। উপজেলার জলাশয়, খাল-বিল, নদী-নালা এখন অতিথি পাখিশূন্য। এক দশক আগেও এইসব জলাধারে শীতের মৌসুমে পাখিদের কিচিরমিচিরে মুখরিত থাকত প্রকৃতি।
বনভূমি উজাড়, নগরায়ণ, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে পাখিদের আবাসস্থল। একসময় গ্রামাঞ্চলে দোয়েল, টিয়া, ঘুঘু, কোকিলসহ নানা প্রজাতির পাখির কলকাকলি শোনা গেলেও এখন সেসব দৃশ্য একেবারেই বিরল।
শীত মৌসুমে মুড়িয়া হাওরসহ বিভিন্ন বিলে অতিথি পাখির ঝাঁক দেখা গেলেও এখন তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আইন অনুযায়ী অতিথি পাখি শিকার নিষিদ্ধ হলেও বিভিন্ন এলাকায় ফাঁদ ও বিষ প্রয়োগের মাধ্যমে অবাধে পাখি শিকার চলছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মবিন হাই জানান, বনাঞ্চল উজাড়, জলবায়ু পরিবর্তন, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, খাদ্য সংকট ও অবাধ শিকারের ফলে অতিথি পাখির সংখ্যা কমে যাচ্ছে।
কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, অতিথি পাখিরা এই অঞ্চলে প্রয়োজনীয় খাবার পাচ্ছে না, যা তাদের আগমনের হার কমিয়ে দিচ্ছে।
পরিবেশবিদরা বলছেন, অতিথি পাখি টিকিয়ে রাখতে প্রয়োজন সচেতনতা, আইন বাস্তবায়ন ও সংরক্ষণের যথাযথ উদ্যোগ। নইলে বিয়ানীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিথি পাখির আনাগোনা একসময় শুধুই স্মৃতিতে পরিণত হবে।