Logo
Logo
×

সারাদেশ

মুন্সীগঞ্জে গোডাউন থেকে ২৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:৩৪ পিএম

মুন্সীগঞ্জে গোডাউন থেকে ২৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ২৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এসময় ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বেতকা বাজার ও চৌরাস্তা এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

বেতকা বাজারের শুভ ভ্যারাইটিজ স্টোরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া, গোডাউনে ১৭টি কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৮৮ লিটার বোতলজাত সয়াবিন তেল মজুত ছিল। ফলে দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত ক্রেতাদের কাছে নির্ধারিত মূল্যে তেল বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে আরও দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়— মেসার্স সোহানা মেডিকেল কর্নার: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ক্রেতাদের স্বার্থ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন