বাগেরহাটে বাজারে উঠতে শুরু করেছে তরমুজ, কেজি ৫০ টাকা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম

বাগেরহাটে উঠতে শুরু করেছে তরমুজ। ছবি : সংগৃহীত
বাগেরহাটের বাজারে মৌসুমি ফল তরমুজ উঠতে শুরু করেছে। ফলের দোকান ও ভ্যানে করে বিক্রি হচ্ছে এই রসালো ফল। বর্তমানে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
বিভিন্ন জাত ও সাইজের তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে, যা ক্রেতাদের আকর্ষণ করছে। বিশেষ করে ইফতারে তরমুজের চাহিদা বেশি থাকায় বিক্রিও ভালো হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে।
বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে তরমুজ। ক্রেতারা যানবাহন থামিয়ে তরমুজ কিনছেন। তিন কেজি থেকে আট কেজি পর্যন্ত ওজনের তরমুজ পাওয়া যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী হাবিব হোসেন জানান, তিনি পটুয়াখালী থেকে প্রায় দেড় হাজার তরমুজ কিনে এনে বিক্রি করছেন। মৌসুমের শুরুতে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেশি হলেও কয়েকদিনের মধ্যে তা কমে আসবে বলে আশা করছেন তিনি।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার জানান, মার্চ মাস তরমুজের প্রধান মৌসুম এবং এ বছর ফলন ভালো হয়েছে। বর্তমানে বাজারে নতুন আসায় দাম কিছুটা বেশি হলেও সময়ের সঙ্গে তা স্বাভাবিক হয়ে আসবে।