
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ধলা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কর্মী ও স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করা হয় এবং ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।
বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।