Logo
Logo
×

সারাদেশ

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আলভীর পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৫১ পিএম

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আলভীর পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আলভীর পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া মানবিক উদ্যোগের জন্য সারাদেশে পরিচিত। এবার তিনি দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী হাকিমা আক্তার আলভীর চিকিৎসায় এগিয়ে এলেন।

জেলার সদর উপজেলার দেওভোগের পানির ট্যাংক এলাকায় বসবাসকারী বাবু মিয়া ও রাশিদা বেগমের কন্যা আলভী জন্ম থেকেই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছে। অর্থাভাবে চিকিৎসা করানো কঠিন হলেও, পরিবারটি শেষ সম্বল বিক্রি ও ধার-দেনা করে ভারতের চেন্নাইয়ের বিখ্যাত শংকর নেত্রালয়ে তার বাম চোখের অপারেশন করিয়েছে। একাধিকবার ভারতে যাওয়া-আসা করলেও, চিকিৎসকরা দ্রুত ডান চোখের অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন, না হলে বাম চোখের দৃষ্টিও হারানোর ঝুঁকি রয়েছে।

ডান চোখের অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা, যা গার্মেন্টস শ্রমিক বাবু মিয়ার পক্ষে জোগাড় করা অসম্ভব। এ অবস্থায় আলভীর মা রাশিদা বেগম জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ডিসি জাহিদুল ইসলাম।

আলভী বলেন, "বাম চোখে সামান্য দেখি, তবে কিছু পড়তে পারি না। মোবাইল সফটওয়্যারের সাহায্যে পড়াশোনা চালিয়ে ষষ্ঠ শ্রেণিতে উঠেছি। যদি ডান চোখের অপারেশন সম্ভব হয়, তবে স্বাভাবিকভাবে দেখতে পারব এবং পড়াশোনা চালিয়ে যেতে পারব।"

আলভীর শিক্ষা ও সংগ্রামের প্রশংসা করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। একইসঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের তার চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন