
ছবি : সংগৃহীত
মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যু হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়েছে। শিশুটির জীবন বাঁচাতে সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা যায়, মৃত্যুর পূর্বে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দুটি ক্ষেত্রে হৃৎস্পন্দন পুনরুদ্ধার করা গেলেও তৃতীয়বার তা সম্ভব হয়নি।
বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। একইসঙ্গে তারা শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।