Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর দাফন সম্পন্ন, এলাকাজুড়ে শোকের ছায়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর দাফন সম্পন্ন, এলাকাজুড়ে শোকের ছায়া

ছবি : সংগৃহীত

ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার সেই শিশুটিকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, সামরিক হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ ঢাকা থেকে মাগুরায় আনা হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জেলা শহরের নোমানী মাঠে। পরে তার নিজ গ্রাম সোনাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির পরিবারসহ এলাকাবাসী ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরদিন গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

রোববার শিশুটিকে সিএমএইচের পেডিয়াট্রিক আইসিইউতে রাখা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর ১৩ মার্চ সে মৃত্যুবরণ করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন