চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে ৪ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০১:০৪ পিএম
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
ব্যাংক থেকে নগদ টাকা তোলার ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে নগদ সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকলেও এ সপ্তাহে চেকে ৪ লাখ টাকা তোলার সীমা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রবিবার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ চার লাখ টাকা উত্তোলন করা যাবে। তবে নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
এর আগে শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।