Logo
Logo
×

অর্থনীতি

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। ছবি : সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ২০ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদের নিয়োগ চুক্তি বাতিল করে। এরপর থেকে ব্যাংকটির চেয়ারম্যানের পদ শূন্য ছিল। 

গত রবিবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহানা ফেরদৌসীকে নিয়োগ দেয় সরকার। একইসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগ বাতিল করা হয়।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস নোবেল পুরস্কার পান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন