Logo
Logo
×

অর্থনীতি

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে: অর্থ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০১:২৬ পিএম

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, এ নিয়ে টাস্কফোর্স কাজ করছে। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য কারিগরি সহায়তা দরকার। তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে সুনির্দিষ্টভাবে এখনই বলা যাবে না। টাস্কফোর্স কাজ করছে।
নিত্যপণ্যের দাম নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ডিমের মতো সবজিসহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে। ঢাকার বাইরেও টিসিবির পণ্য বিক্রি বাড়ানো হবে। জানান, বেসরকারিভাবে যারা কম মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে সরকার তাদেরকে সহযোগিতা করবে।
এর আগে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ৮০ হাজার টন সার কেনার প্রম্তাব অনুমোদন করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন