Logo
Logo
×

অর্থনীতি

দেশের রিজার্ভ কত, জানালো বাংলাদেশ ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:১২ পিএম

দেশের রিজার্ভ কত, জানালো বাংলাদেশ ব্যাংক

দেশের রিজার্ভ কত, জানালো বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ১ সপ্তাহের ব্যবধানে বেড়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের হিসাবে বিদেশি মুদ্রার সঞ্চায়ন স্থির হয়েছে ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলারে।  আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গণনায় তা দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে। এদিন কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২১ জুন বাংলাদেশ ব্যাংকের হিসাবায়নে সঞ্চিত বিদেশি অর্থের পরিমাণ ছিল প্রায় সাড়ে ২৪ বিলিয়ন ডলার। আর আইএমএফের গণনা পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী তা ছিল সাড়ে ১৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া দেশের আর্থিক খাত নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থার নিট রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে। এটি শুধু আইএমএফকে দেয়া হয়, প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই মেথডে দেশের প্রকৃত রিজার্ভ এখন প্রায় সাড়ে ১৭ বিলিয়ন ডলার। এ দিয়ে ৩ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

মূলত, প্রতি মাসে পণ্য কেনা বাবদ প্রায় ৬ বিলিয়ন ডলার করে দায় পরিশোধ করা হয়। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ বর্তমানে শেষ প্রান্তে রয়েছে।

অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ এবং রপ্তানি আয় বেড়েছে। ইতোমধ্যে বাইরের ছোট দায় পরিশোধ করা হয়নি।  এছাড়া আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া গেছে। ফলে বিদেশি অর্থের মজুত বেড়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন