নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম
নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, নিক্সন চৌধুরী সংসদ সদস্য পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ২৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ৫৫টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ১ হাজার ৪০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।
অন্যদিকে তার স্ত্রী তারিন হোসেন ৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ নামে ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ১ হাজার ৭৬০ কোটি টাকার লেনদেন করেছেন।
দুদক জানিয়েছে, এই দম্পতির বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তদন্তে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।