Logo
Logo
×

অর্থনীতি

সুশাসনের ফলে টাকা পাচার রোধ, রেমিট্যান্সে রেকর্ড অর্জন : গভর্নর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

সুশাসনের ফলে টাকা পাচার রোধ, রেমিট্যান্সে রেকর্ড অর্জন : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার কারণে অর্থ পাচার পুরোপুরি রোধ করা সম্ভব হয়েছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ ঐতিহাসিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রণোদনার প্রভাব নিয়ে গভর্নর জানান, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করার জন্য ২.৫ শতাংশ প্রণোদনা দেয়া হয়েছে। এতে সরকারের বাৎসরিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

দুবাইয়ের মাধ্যমে অর্থপ্রবাহ এবং সতর্কতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে রেমিট্যান্সে শীর্ষে রয়েছে দুবাই, যা সৌদি আরবকে ছাড়িয়ে গেছে। তবে এটি উদ্বেগজনক, কারণ সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাইয়ে স্থানান্তরিত হচ্ছে, তারপর সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান মুদ্রা বিনিময়ের হারে কারসাজি করার চেষ্টা করছে, যা রেমিট্যান্স ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।

রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক

২০২৪ সালের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, যা একক মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

পুরো ২০২৪ সালে রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এটি ২০২৩ সালের তুলনায় ২২.৬৮ শতাংশ বা ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বেশি।

গভর্নর প্রবাসীদের প্রতি আহ্বান জানান, তারা যেন সরাসরি ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠান। একইসঙ্গে সুশাসনের ধারা অব্যাহত রেখে রেমিট্যান্স বৃদ্ধির প্রবণতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন