বাজার স্থিতিশীল রাখতে ১৫ হাজার টন চিনি কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম
ফাইল ফটো
বাজারে চিনির মূল্য স্থিতিশীল রাখতে ১৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় পৃথক দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে এই চিনি ক্রয় করা হবে। এই চিনিগুলো ভর্তুকি মূল্যে টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে প্রতি মাসে বিতরণ করা হবে।
এই উদ্যোগে মোট ব্যয় হবে ১৭৪ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে, প্রতি কেজি ১১৫.২৫ টাকা দামে ১০ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে খরচ হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা। আর বাকি ৫ হাজার মেট্রিক টন চিনি প্রতি কেজি ১১৭.৯০ টাকা দামে কিনতে ব্যয় হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা। ১০ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড, আর বাকি ৫ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
২০২৪-২০২৫ অর্থবছরে টিসিবি’র বার্ষিক ক্রয় পরিকল্পনায় মোট ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২০ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন এই দুটি দরপত্রের মাধ্যমে অতিরিক্ত ১৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করা হচ্ছে।
১০ হাজার মেট্রিক টন চিনির জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড প্রতি কেজি ১১৫.২৫ টাকা দাম প্রস্তাব করেছে, যার ফলে এটির জন্য মোট ব্যয় হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান টিসিবি’র গুদাম পর্যন্ত পৌঁছে দেবে। এতে সরকারের প্রায় ৬৯ কোটি টাকা সাশ্রয় হবে।
অন্যদিকে, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রস্তাব অনুযায়ী, ৫ হাজার মেট্রিক টন চিনি প্রতি কেজি ১১৭.৯০ টাকায় সরবরাহ করা হবে। এটির জন্য মোট ব্যয় হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা।
এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।