মিয়ানমার থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আমদানি করা ২২ হাজার টন চাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম
মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকালে জাহাজটি বন্দরে পৌঁছায় এবং শুক্রবার সন্ধ্যা থেকে চাল খালাসের কাজ শুরু হয়। শিপিং এজেন্ট ‘সেভেন সিজ শিপিং লাইন্স’-এর মালিক মো. আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজটি গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা চাল নিয়ে এসেছে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা প্রথম চালান।
শুক্রবার খাদ্য মন্ত্রণালয় এবং চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চাল খালাসের কাজ শুরু হয়।
এর আগে গত ২৫ ডিসেম্বর ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে ‘এমভি তানাইজ ড্রিম’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং সেখান থেকে চাল খালাসের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
‘সেভেন সিজ শিপিং লাইন্স’-এর মালিক মো. আলী আকবর বলেন, মিয়ানমার থেকে আনা চাল খালাসের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং খালাসের কাজ দ্রুতগতিতে চলছে।
এই চালানটি দেশে খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।