Logo
Logo
×

অর্থনীতি

৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে বিএফডিসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে বিএফডিসি

ছবি : সংগৃহীত

ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় কম খরচে ভোক্তা পর্যায়ে ইলিশ মাছ পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সংস্থাটি ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা কেজি দরে বিক্রি করবে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে এবং কারওয়ান বাজারে বিএফডিসি ভবনের মৎস্য বিতানে ইলিশ বিক্রি করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস জানিয়েছেন, বিক্রয়ের জন্য এই লটে ৮৫০ কেজি ইলিশ মাছ রাখা হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ মাছ ক্রেতারা কিনতে পারবেন। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে। বঙ্গোপসাগর থেকে ফিশিং জাহাজের মাধ্যমে এই ইলিশ মাছ সংগ্রহ করা হয়েছে।

বিএফডিসির তথ্যানুযায়ী, সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছের সরবরাহ নিশ্চিত করতে ‘ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়’ শীর্ষক সেবামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ কিনে হোন ধন্য’।

বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য কম দামে ইলিশ মাছ সরবরাহ করতে তারা কোন লাভ ছাড়াই এই কার্যক্রমে যুক্ত হয়েছেন। পরীক্ষামূলকভাবে স্বল্পমূল্যে ইলিশ মাছ বিক্রয়ে সফলতা পেলে ভবিষ্যতে তারা আরও বড় উদ্যোগ গ্রহণ করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন