Logo
Logo
×

অর্থনীতি

রেস্তোরাঁ ও ওয়ার্কশপ সেবায় ভ্যাট কমিয়ে আগের হার পুনর্বহাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম

রেস্তোরাঁ ও ওয়ার্কশপ সেবায় ভ্যাট কমিয়ে আগের হার পুনর্বহাল

ছবি : সংগৃহীত

রেস্তোরাঁ সেবার পর মোটরসাইকেল গ্যারেজ ও গাড়ির ওয়ার্কশপের ভ্যাট আগের মতো ১০ শতাংশে পুনর্বহাল করা হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ জানুয়ারি সরকার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করে। ওয়ার্কশপ সেবায় ৫ শতাংশ ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যা আগে ১০ শতাংশ ছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বাড়তি ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

রেস্তোরাঁ সেবায়ও একইভাবে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর। আগে রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ ছিল, যা ৯ জানুয়ারি ১৫ শতাংশ করা হয়েছিল। কিন্তু রেস্তোরাঁ মালিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভ্যাট আগের হারেই ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি ই-বুকের ওপর আরোপিত ভ্যাটও অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর বাড়তি ভ্যাট আরোপের বিষয়ে পুনরায় পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এরই মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ডিসিসিআইসহ বিভিন্ন শিল্প মালিক সংগঠন ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন