Logo
Logo
×

অর্থনীতি

দাম নিয়ন্ত্রণে ১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার : খাদ্য উপদেষ্টা

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ পিএম

দাম নিয়ন্ত্রণে ১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার : খাদ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ১০ লাখ টন চাল ও গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, এই আমদানি বোরোর ফলন কম-বেশির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, ইতোমধ্যেই চালের দামে অস্থিরতা কমেছে।

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

চালের দামের অস্থিরতা কমেছে দাবি করে খাদ্য উপদেষ্টা বলেন, বাজারে চাল ও গমের মজুত পরিস্থিতি ভালো রয়েছে। ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন চাল ও ৩ লাখ ৪১ হাজার টন গম রয়েছে। এরপরও চাল ও গম মিলিয়ে ১০ লাখ টন আমদানি করা হবে। এর মধ্যে ৩ লাখ টন গম রাশিয়া ও ভারত থেকে আমদানি হবে। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমার থেকেও আমদানি করা হবে।

আলী ইমাম মজুমদার জানান, বর্তমানে চালের দাম কেজি প্রতি ৬০ টাকার মতো, যা আগের চেয়ে ক্রমান্বয়ে কমছে। তিনি বলেন, মোটা চালসহ মধ্যবিত্তের চালের দাম কমানোর চেষ্টা করা হবে। এখন চালের যে দাম রয়েছে, তা আরও কমানো যেতে পারে বলে তার মত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন