বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তাদের লকার ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সংরক্ষিত সব লকার সাময়িকভাবে ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে নির্দেশ দেয়, যাতে কোনো কর্মকর্তা তাদের রক্ষিত সম্পদ লকার থেকে খুলে নিতে না পারেন। দুদক মনে করছে, বিশেষ লকারগুলোতে বিপুল পরিমাণ গোপন ও অপ্রদর্শিত সম্পদ জমা থাকতে পারে।
দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে অনুসন্ধান চালানো হয়। এ সময় সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর ব্যক্তিগত লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়। রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা গেছে, আরও কিছু কর্মকর্তা একইভাবে লকারে সম্পদ সংরক্ষণ করেছেন, যা এখন দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের পাঠানো চিঠির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লকার থেকে কোনো সম্পদ স্থানান্তর করতে না দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুদকের চিঠিতে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যানের এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদের বিষয়ে আলোচনা হয়। অর্থ উপদেষ্টা তখন সাময়িকভাবে এসব সম্পদ ফ্রিজ করার বিষয়ে সম্মতি দেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত অব্যাহত রয়েছে। দুদক নিশ্চিত করতে চায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন লকার থেকে সম্পদ সরিয়ে ফেলতে না পারে।