Logo
Logo
×

অর্থনীতি

চলতি ফেব্রুয়ারিতে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসলো দেশে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

চলতি ফেব্রুয়ারিতে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসলো দেশে

ছবি : সংগৃহীত

চলতি ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৩ হাজার ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার, ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসেছে ৬৪ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ২ থেকে ৮ ফেব্রুয়ারি এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার এবং ১ ফেব্রুয়ারি এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

২০২৪ সালে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন