Logo
Logo
×

শিক্ষা

জবি শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:২৩ পিএম

জবি শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন

জবি শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন

বন্যা দুর্গতদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জবি সংস্কার আন্দোলনের আয়োজনে পুরান ঢাকার ১৬টি স্থানে এ ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট)  বিকেল থেকে এ উদ্যোগ নেন শিক্ষার্থীরা।

জানা যায়, পুরান ঢাকার রায়সাহেব বাজার, তাঁতীবাজার, শাঁখারী বাজার, স্বর্ণ পট্টি, বাংলাবাজার, কলতাবাজার, ইসলামপুর, সদরঘাট, ধূপখোলা, বানিয়া নগর, চকবাজার, নারিন্দা, সূত্রাপুর, নবাবপুর, শ্যামবাজার, ভিক্টোরিয়া পার্ক, ধোলাইখাল ও ওয়ারীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা প্রতিনিধি পাঠিয়ে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম শান বলেন,  আপাতত আমরা টাকা সংগ্রহ করছি। পরে আলোচনা ও পরামর্শ করে টাকা পাঠানো। প্রয়োজন হলে আমরা জবি থেকে প্রতিনিধি পাঠাবো। এখন সবাইকে আহ্বান করছি, বন্যায় উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।

এ ছাড়া ‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন’ ব্যানারে বন্যা দুর্গতদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ (শহীদ সাজিদ) ভবনের নিচে হেল্প ডেস্ক বসানো হয়েছে।

ব্যানারে বলা হয়, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় থেকে ত্রাণ সামগ্রীবাহী ট্রাক পাঠানো হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকাবাসী সবাইকে বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য (নগদ অর্থ, শুকনো খাবার, ঔষধ সামগ্রী, রেস্কিউ সরঞ্জাম, ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি) আমাদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ করেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন