Logo
Logo
×

শিক্ষা

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

ফাইল ছবি

৪৭তম বিসিএসের আবেদন মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (৯ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।  অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেয়া হবে।

পিএসসি সূত্রে জানা যায়, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে উল্লেখ করে সূত্র জানায়, অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন। ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরুর কথা ছিল এবং ৩১ ডিসেম্বর রাত ১২টা ছিল আবেদনের শেষ সময়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন