Logo
Logo
×

শিক্ষা

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

আইইএলটিএস পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আনা হয়েছে। আইইএলটিএস পরীক্ষায় ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন সম্প্রতি ঘোষণা করেছে। আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষার তিনটি অংশ—লিসেনিং, রিডিং এবং রাইটিং—এ পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। এর ফলে, আগে যেই নিয়ম অনুসারে লিসেনিং ও রিডিং অংশে পেনসিল ব্যবহার করতে হত, এখন তা পরিবর্তিত হয়েছে এবং এখন পেনসিল ব্যবহার করা যাবে না। 

এখন থেকে, পরীক্ষার সহ অংশে শুধু কলম ব্যবহার করতে হবে। ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি নিশ্চিত করেছে, নতুন নিয়মের অধীনে পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। 

এ ছাড়াও, কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি, তাই পরীক্ষার্থীদের নিজের কলম নিয়ে আসার কোনো প্রয়োজন হবে না।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, এই সিদ্ধান্তটি পরীক্ষার স্বচ্ছতা এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য নেয়া হয়েছে। কলম ব্যবহার করার ফলে পরীক্ষার্থীদের সময় বাঁচবে, কারণ পেনসিল ধারালো করা বা ইরেজার ব্যবহার করার সময় নেয়, যা এখন আর প্রয়োজন হবে না। 

তিনি আরো জানান, প্রত্যেকটি পেশাগত ও শিক্ষামূলক ক্ষেত্রে আমরা কলম ব্যবহার করি, তাই পরীক্ষাতেও কলম ব্যবহার করার ফলে পরীক্ষার্থীরা বাস্তব জীবনে কলম ব্যবহারের অভ্যাস আরো সহজে অর্জন করতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম জানিয়েছেন, এই নতুন নিয়ম পরীক্ষার্থীদের জন্য একটি সুবিধা, কারণ তাদের আর কিছু নিয়ে আসতে হবে না। এতে পরীক্ষার সময় বাঁচবে এবং তারা আরো দ্রুততার সঙ্গে পরীক্ষা দিতে পারবেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন