সাত কলেজ শিক্ষার্থী-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন ঢাবি শিক্ষার্থীরা। বর্তমানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে সাত কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ পাঁচ-ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত ১২টার পর থেকে থেমে থেমে এসব সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
অন্যদিকে, শিক্ষার্থীদের দুই পক্ষকে সংঘাতে না জড়ানোর অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই আহ্বান জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থী ভাইদের উসকানিতে পা না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি আমরা। নিজ নিজ প্রতিষ্ঠানের সিনিয়ররা দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের নিজেদের ক্যাম্পাস এলাকায় নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
সরেজমিনে দেখা গেছে, উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করিয়ে দিয়েছে। সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করছে।