৭ কলেজের শিক্ষার্থীদের রুখতে ঢাবির ৩ হলের সামনে সতর্ক অবস্থান শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দৃশ্য দেখা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তাদের হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন।
রাত ১১টা থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। পরে সোয়া ১২টার দিকে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করিয়ে দেন। সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, একজন পুলিশ সদস্য এবং একজন প্রাইভেট চালক আহত হয়েছেন। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।