ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা-ধাওয়া
যুগেরচিন্তা২৪ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৩ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটে এমন পরিস্থিতি দেখা দেয়।
প্রায় ১ ঘণ্টা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকার পর রাত ১টার দিকে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
একপর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের একযোগে ধাওয়া করে। সাত কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধ করলে ঢাবি শিক্ষার্থীরা আর এগোতে পারেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নীলক্ষেত মোড়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।