Logo
Logo
×

শিক্ষা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, মহাখালী অবরোধের ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:১৭ এএম

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, মহাখালী অবরোধের ঘোষণা

ছবি : সংগৃহীত

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং প্রশাসনিক কাঠামো গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।

এই দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। সেই সাথে মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে 'শাটডাউন তিতুমীর' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সোমবার রাতে 'তিতুমীর ঐক্য' নামক আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা এই সিদ্ধান্ত নেন।

গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং আন্দোলনকারী নেতাদের একজন, আমিনুল ইসলাম, জানান, "শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল হয়েছে, কিন্তু তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরা অনড়।"

"আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও প্রশাসনিক কাঠামো গঠনের জন্য। এই সময়ের মধ্যে ভিসি-প্রোভিসি নিয়োগ না হলে, ৩০ জানুয়ারি বা বৃহস্পতিবার বারাসাত থেকে মহাখালী পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করব।"

আমিনুল আরও বলেন, "তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত, মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শাটডাউন তিতুমীর কর্মসূচি পালন করব।"

৭ জানুয়ারি শিক্ষার্থীরা তিতুমীর কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানান।

গত ১৮ নভেম্বর, শিক্ষার্থীরা মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিং এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। পরদিন তারা 'ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি শুরু করেন।

৩ ডিসেম্বর, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, কমিটি 'যথাযথভাবে' কাজ করছে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন