Logo
Logo
×

শিক্ষা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি, আবারও তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি, আবারও তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই কলেজের শিক্ষার্থীরা। তিতুমীর বিশ্ববিদ্যালয় ঐক্য ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন। 

এদিকে অবরোধের কারণে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ গেছে। পরে আটকে পরিবহনগুলো বিভিন্ন সড়ক দিয়ে চলাচল শুরু করে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘দাবি মোদের একটাই, তিতুমীর বিশ্ববিদ্যালয় চাই।’

আন্দোলনকারী তিতুমীর কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ‘তারা তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করার যে আল্টিমেটাম দিয়েছেন, সরকার সেটি শুনছে না। এজন্য তারা আবার সড়কে নেমেছেন। সরকার যদি সাধারণ শিক্ষার্থীদের দাবি না মানে, তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে।’

এর আগে বুধবার বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। এ সময় তারা সাত দফা দাবি জানান।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্যের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা; শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন; ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

এছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ; শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন