Logo
Logo
×

শিক্ষা

জাবিতে কমছে অতিথি পাখির সংখ্যা, হুমকিতে ঐতিহ্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

জাবিতে কমছে অতিথি পাখির সংখ্যা, হুমকিতে ঐতিহ্য

ছবি : সংগৃহীত

শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক ও জলাশয়ে অতিথি পাখিদের কলকাকলি একসময় মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করত। কুয়াশাচ্ছন্ন জলাশয়ের ওপর দলবেঁধে উড়ে যাওয়া, পানিতে অবিরাম কেলি, লাল শাপলার চাদরে পাখিদের বিচরণ— এসব দৃশ্য এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে।

বিগত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে অতিথি পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসানের মতে, অতিথি পাখিদের জন্য লেকগুলোর পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে গেছে। শব্দদূষণ, অতিরিক্ত লোকসমাগম ও লেক পরিষ্কারের অভাবই মূল কারণ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিথি পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। অপরিকল্পিত ভবন নির্মাণ, গাছ কাটা, লেক ভরাট, শব্দদূষণ ও খাদ্য সংকটের কারণে অতিথি পাখিদের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে।

পরিবেশবিদ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করেন, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে জাহাঙ্গীরনগরের অতিথি পাখির ঐতিহ্য হারিয়ে যেতে পারে। প্রশাসনের সদিচ্ছা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ঐতিহ্য রক্ষা করা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন