Logo
Logo
×

শিক্ষা

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্সল্যাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্সল্যাব

ছবি : সংগৃহীত

পুরোনো শত্রুতার কারণে রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর সংঘর্ষের সূত্রপাত হয়, যা এখনও থেমে থেমে চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন এবং পরে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনার ফলে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়, যা পুরো এলাকায় আতঙ্ক তৈরি করে এবং মিরপুর সড়কের যান চলাচল বন্ধ করে দেয়।

ঘটনার শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ, পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

এখনও দুই পক্ষকে ধাওয়া পাল্টা-ধাওয়া থেকে নিবৃত্ত করা যায়নি। তাছাড়া, কোন ঘটনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা কোনো পক্ষের শিক্ষার্থীদের কাছ থেকে সুস্পষ্টভাবে জানা যায়নি।

ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ফলে উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন