Logo
Logo
×

শিক্ষা

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলেছে, স্বাধীনতা বিরোধী একটি সংগঠনের সেখানে উপস্থিতি মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অপমানিত করে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মধুর ক্যান্টিন শুধু একটি রাজনৈতিক কেন্দ্র নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ এর সময় ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে (মধুদা) শহীদ হন। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ কাজ করেছিল, যা স্বাধীনতা সংগ্রামের অন্যতম কলঙ্কিত অধ্যায়।

জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করে, ইসলামী ছাত্রশিবির, যা ছাত্রসংঘের উত্তরসূরি, তাদের মধুর ক্যান্টিনে উপস্থিতি এবং সংবাদ সম্মেলন করা শহীদ মধুদার আত্মত্যাগের প্রতি অবমাননাকর। তারা এটিকে শুধু শহীদ মধুদার পরিবারের প্রতি অসম্মান নয়, বরং পুরো মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করার অপচেষ্টা বলে উল্লেখ করে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "যারা মুক্তিযুদ্ধের সময় খুনি বাহিনীর সহযোগী ছিল, তাদের মধুর ক্যান্টিনে প্রবেশ করাটাই ন্যাক্কারজনক। একজন শহীদের আঙিনায় সেই শহীদের ঘাতকদের উপস্থিতি দুঃখজনক ও লজ্জাজনক।"

বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা হিসেবে শিবির বারবার মুক্তিযুদ্ধকে ‘ভারতীয় ষড়যন্ত্র’ বলে অপপ্রচার চালিয়েছে, যা বীর মুক্তিযোদ্ধাদের এবং শহীদদের প্রতি অবমাননাকর। মধুর ক্যান্টিনে তাদের উপস্থিতি মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন