Logo
Logo
×

শিক্ষা

রুয়েটে ছাত্রলীগ সভাপতিসহ ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

রুয়েটে ছাত্রলীগ সভাপতিসহ ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার শিক্ষার্থীর আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল করেছে। এছাড়া দুই শিক্ষার্থীকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার এবং আরও ৪২ জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গত বছরের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং হলের কক্ষে নিষিদ্ধ দ্রব্যাদি সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেওয়ায় রুয়েটের শিক্ষার্থীরা আশা করছেন, ক্যাম্পাসে শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সংগঠনের সাধারণ সম্পাদক ও সিএসই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর এবং পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাস।

এ ছাড়াও রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রসেসর মো. মহিদুল ইসলাম, শিক্ষা শাখার সাব-এসিস্ট্যান্ট প্রোগ্রামার এ.কে.এম. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুয়েটের সংশ্লিষ্ট ফোরামে অনুরোধ করা হয়েছে।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, তদন্ত কমিটির মাধ্যমে অভিযুক্তদের শৃঙ্খলা ভঙ্গের সত্যতা পাওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় আরও ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন