Logo
Logo
×

বিনোদন

শাহরুখকে জাপটে ধরে কাঁদলেন সুহানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৪:০৫ পিএম

শাহরুখকে জাপটে ধরে কাঁদলেন সুহানা

শাহরুখ খান-সুহানা খান

নিজের দল কেকেআরকে সাহস যোগাতে রোববার বিকেলে চেন্নাই পৌঁছান বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে শিরোপা জেতার চিন্তায় এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচের সময়টা বেশ উদ্বেগের মাঝে কাটান তিনি।

তবে শেষ মুহূর্তে বদলে যায় শাহরুখের চেহারা। ম্যাচ জিতে আইপিএলে চ্যাম্পিয়নশিপ খেতাব পাওয়া মাত্রই পাশে থাকা স্ত্রীকে জড়িয়ে ধরেন । এরপর একে একে প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ।

কেকেআর জিততেই  শাহরুখকে জাপটে ধরে কেঁদে ফেলেন সুহানা। বাবার কাছে শাহরুখ কন্যার প্রশ্ন, ‘তুমি খুশি তো?’ মেয়েকে বুকে টেনে নিলেন বাদশা। পাশেই দাঁড়িয়ে দুই ছেলে আরিয়ান ও আব্রাম। বাবা-মেয়ের আবেগ দেখে ভক্তরাও কান্নায় ভেঙে পড়েন।

শাহরুখ খান অনেক ব্যস্ততার মাঝে থাকলেও একজন পারিবারিক মানুষ । যেকোনো বড় পার্টি বা আইপিএল ম্যাচ, স্ত্রী-সন্তানদের নিয়ে সর্বত্রই  শাহরুখের উপস্থিতি দেখা যায়। এবার পরিবারকে নিয়ে বাইশ গজে নিজের টিমের সাফল্যেরও সাক্ষী থাকলেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন